আল্লাহু আল্লাহু দমে দমে সদা জপি তোমারই নাম
অন্তরে অনুতাপে কেবল তুমিই খোদা করি গুণগান ।


ও মধু নামের গুণে যাদু এ-তপ্ত মনে নই পেরেশান
তোমার বন্দেগীতে হে-খোদা তুমি পাপের করো অবসান ।


আল্লাহু আল্লাহু দমে দমে সদা জপি …


আল্লাহু আল্লাহু ও নাম ক্বলবে শুধু মারতে থাকে ঘা
নফসের যতো কালি খসে পড়ে যায় চলে শয়তানি দাগা ।


এ অধম বান্দার ভুলে ভরা জপমালা তপ নিবেদন
হয় না তাজিম খোদা তোমার নামেই তুমি মানো রহমান ।


আল্লাহু আল্লাহু দমে দমে সদা জপি …


ফিরোজ, মগবাজার, ২৫/০৪/২০২০