আকাশে উঠেছে চাঁদ নিয়ে বারোতা
দেখে যাও মুমিনেরা
বছরের পরে এলো রমাদান
পাহাড়ের মতো ভুল হও যতো গোনাহ্‌গার
মাফ চেয়ে সাফ হও
ধরেছো কোরআন ।


সিয়ামের নেয়ামতে করুণা খোদার
রহমতে তাঁর কালিমাও দূর হবে
তিনি রহমান
আকাশে উঠেছে চাঁদ নিয়ে বারোতা
দেখে যাও মুমিনেরা
এলো রমাদান ।


খোদার এ উপহারে বরকতের ধারা
দোজখের দ্বার হলো বন্ধ
বাঁধা পড়ে এ মাসে বিতাড়িত শয়তান
দূরে থাকে পাপাচার গন্ধ ।


পারো যতো ক্ষমা চাও বেশি বেশি নেকী নাও
নেকীর দোয়ার অবারিত
তিনি মেহেরবান
আকাশে উঠেছে চাঁদ নিয়ে বারোতা
দেখে যাও মুমিনেরা
এলো রমাদান ।


ফিরোজ, মগবাজার, ২৫/০৪/২০২০