তাজমহল- তাজমহল -তাজমহল -
কেন রয়েছো আজো দাঁড়িয়ে
প্রেমের স্মৃতি বুকে জড়িয়ে
যদি গো ঝরিছে আজো বিরহীর নয়নের জল।।


তোমারই মাঝে রয়েছে দাঁড়িয়ে লাইলী-মজনু, জোলেখা-ইউসুফ -
শিরি-ফরহাদ, জাঁহাগীর-নুরজাহাঁ-  বেদনায় নির্বাক নিশ্চুপ
শুনিছে বিরহের সুর
নয়ন জলে ভরপুর
বহিছে কান্নার ঢল।।


তোমার স্মৃতিতে যদিও আজিও প্রেমাকাশ উঠেনি রেঙে
শাজাহান -মমতার বিলাপের ঝড়ে কেন গো পড়নি ভেঙে
আজিও তাহাদের
দীর্ঘ নিশ্বাসের
ভারে কাঁদে পরিমল।।

রচনাকাল: ১৭ আগস্ট ১৯৭৪।