শ্রাবণ অঝোরে ঝরে
ব্যাকুল বাতাস কেঁদে মরে
রেখো না আর দূরে দূরে
আপন করে নাও ।।
কিছু কিছু স্বপ্ন আমার
পাখির মতো ডানা মেলে হলো উধাও
তোমার প্রেমের নীলের মাঝে
তারে ডেকে নাও ।।
আমি এখন স্তব্ধ প্রেমের বঞ্চনাতে
নিজের কাছে হলাম যে পর
তোমার পরশ দিয়ে
পাষাণ অহল্লা জাগাও ।।