সাত ভাই চম্পা জাগো রে জাগো রে
ঘুম ঘুম থাকে না ঘুমেরই ঘোরে
একটি পারুল বোন আমি তোমার
আমি সকাল সাঁঝে শত কাজের মাঝে
তোমায় ডেকে ডেকে সারা
দাও সাড়া গো সাড়া ।।


ও সাত ভাই চম্পা গো রাজার কুমার
কোথায় পক্ষীরাজ ঘোড়া তোমার তলোয়ার?
আজো রাজার বেশে ঘোরে ছদ্মবেশে
ডাইনী সর্বনাশী রাক্ষসীরা আবার ।।


আর রাজবাড়ি সাত রানী মায়ের ঘরে
ফিরে যাবো না যাবো না যাবো না রে ।
ঘরে ক্ষুধার জ্বালা, পথে যৌবন জ্বালা
রাজার কুমার আর আসে না ঘোড়ায় চড়ে ।।