ও বাঁশী কেন গায় আমারে কাঁদায়
কে গেছে হারায়ে স্মরণের বেদনায়
কেন মনে এনে দেয়।


ও বাঁশী কখনও আনন্দ ছিল জীবনের ছন্দে
হৃদয় মাতাল হতো ফাগুনের গন্ধে
সে যেন কোথায় আমি বা কোথায়
যদি না জানা।
বাঁশী কেন গায় আমারে কাঁদায়
কে গেছে হারায়ে স্মরণের বেদনায়
কেন মনে এনে দেয়।


ও বাঁশী
তমাল কদম্ব আমার গোপিনী সখিনী
যমুনা উজান গেছে আরতো দেখিনি ।।
সাধ যদি যায় ধুলিতে মিলায়
তবু কেন হায়।
বাঁশী কেন গায় আমারে কাঁদায়
কে গেছে হারায়ে স্মরণের বেদনায়
কেন মনে এনে দেয়।