আহা ঐ আঁকা বাঁকা যে পথ যায় সুদূরে।
মন হরিনী করুন তার তাল তুলেছে
এমন দিনে তুমি মোর কাছে নাই, হায়
স্মৃতিরা যেন জোনাকির ঝিকিমিকি, ঝিকিমিকি।।
আ.. আ… আ… ও… ও… ও…
জীবন বৃন্তের থেকে ঝোরে
কত না স্বপ্ন না গেছে মরে।
তবুও পথ চলা কবে যে শেষ হবে জানি না।।
আ.. আ… আ… ও… ও… ও…
আপন নীড়ে ফিরে গেছে পাখি
নীড় হারায়ে আমি পথে থাকি।
ভাবিয়া এখনো মোরে আকাশে
চেয়ে চেয়ে ভাব কি।।