রাসূল আমার ভালোবাসা,
রাসূল আমার জান।
সইবো না, সইবো না
রাসূলকে করা অপমান।।
আই লাভ মুহাম্মদ,
আই লাভ মুহাম্মদ।।
রাসূলকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ
চলবে না।
না, না, চলবে না।
রাসুলকে নিয়ে মিথ্যা প্রচার
চলবে না।
না, না, চলবে না।
চলবে না হরণ করা
রাসুলের সম্মান।।
আই লাভ মুহাম্মদ,
আই লাভ মুহাম্মদ।।
আমরা মুসলিম শান্তি প্রিয়,
তোমার ধর্মে তুমি থাকো!
অন্য কারো ধর্মকে তুমি
করো না অপমান।
সাম্প্রদায়িক সম্প্রতিতে
ভরুক সারাটি জাহান।।
আই লাভ মুহাম্মদ,
আই লাভ মুহাম্মদ।।