আসুন সবাই বাউলা গানে
সম্প্রীতির বার্তা ছড়াই
হাতে সবাই হাত মিলায়ে
সোনার এই বাংলা সাজাই।।
হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান
রবেনা কোনো ব্যবধান
ধনী-গরিব সবে সমান
থাকবে না জাতের বড়াই
বামন-কুলি-চণ্ডাল বলে
কেউ কারে ফেলবে না তলে
জাতি বিদ্বেষ হিংসা ভুলে
মানুষ-ই হবে ভাই ভাই ।।
চেতনায় থাকবে তথ্য জ্ঞান
কেউ দিবে না গুজবে কান
মানুষতত্ত্ব হবে বিধান
থাকবে না মিথ্যার বালাই
ধর্ম নিয়ে বাড়াবাড়ি
করবে না কেউ মারামারি
অজ্ঞতারে দিয়া পাড়ি
জ্ঞান পথে হাঁটবে সবাই ।।
এই সমাজে পুরুষ নারী
হবে সাম্যের অধিকারী
থাকবে না কেউ পিছন সারি
যদি একটু হাত বাড়াই
যৌতুক বাল্য বিয়ের ফাঁদে
মরবে না কেউ পরের হাতে
দুর্নীতি ঘুষ অপরাধে
প্রতিবাদী হই সদাই ।।