যেদিন  বনের শেষ বৃক্ষটি কেটে
ভাটায় হবে পোড়া
নদীর শেষ মৎস্যটি জালে
সেচে হবে ধরা
যেদিন  শেষ পাখিটা হবে শিকার
থাকবে তুমি একা
সেদিন তুমি বুঝবে মানুষ
যায় না খাওয়া টাকা।।


যেদিন  শেষ নদীটা হবে দূষণ
কলের বর্জ্য এসে
শেষ বায়ু বিষাক্ত হবে
গাড়ির ধোঁয়া মেশে ।
যেদিন  শেষ গোলাপটা হবে ছেঁড়া
গাছটা করে ফাঁকা।।


যেদিন  শেষ ভূমিটা হবে ঊষর
হবেনা শস্য চাষ
শেষ পাহাড়টা কাটার জন্যে
আইনটাও হবে পাশ ।
যেদিন  শেষ ডোবাটা ভরাট হয়ে
উঠবে অট্টালিকা।।


সেদিন  টাকা টাকা বলে সবাই
ছুটবে মায়াজালে
জীবনখানা পড়বে বাধা
ইটের চার দেয়াল ।
সেদিন  নীল আকাশটা পড়বে কালো
ঘন মেঘে ঢাকা।।