কইনা দেখপ্যার যান হাউসের
দেওরা রে...আরে ও দেওরা
দেখেন ভাল্ করিয়া
হলদে বরণ রং যে কইনার
না করেন তাক্ বিয়া ।।
উঁচ কপালি চিরল দাঁতি
দীঘল মাথার ক্যাশ
এংক্যা কইনা করলে বিয়াও
ঘুরে নানান দ্যাশ ।
ব্যাঁকা চাঁদি ঠোঁট যে কইনার গো...
ওরে- পাষাণ তামার হিয়া ।।
হরিণী চোখ পদ্মিনী পা
চন্দ্রবরণ মুখ
এংক্যা কইনা করলে বিয়াও
ঘরৎ হয় না সুখ ।
মিষ্টি মধুর বাক্ যে কইনার গো...
তারা- কাম-কাজত আলসিয়া ।।
চিকন-চাকন মাজার গড়ন
ভেণ্ডির মতো হাত
এংক্যা কইনা করলে বিয়াও
খোয়ায় শেষে জাত ।
বাঁশির মতো নাক যে কইনার গো...
তারা- হয় রে ঝগড়াটিয়া ।।
সাদাসিদে মন যে কইনার
হাসলে পরে টোল
এংক্যা কইনা করলে বিয়াও
বাধায় গন্ডগোল ।
ভাদর তাল কোমর যে কইনার গো
তারা- মারে ফাঁদ পাতিয়া ।।