একুশ এলে মনে পরে মা
আমার ভাইয়ের কথা
আমি- কেমন করে ভুলব মা গো
ভাই হারানোর ব্যথা ।।


সেদিন ছিল ফেব্রুয়ারি'র
একুশ তারিখ মাগো
ধল প্রভাতে গেল যে ভাই
আর তো ফিরল নাকো ।
আমার- ভাইয়ের কথা ভাবলে আজও
ভিজে চোখের পাতা ।।


তোর ভাষার-ই মান রাখতে মা
তাজা রক্ত ঢেলে
রাজ পথেতে প্রাণ হারাল
লক্ষ মায়ের ছেলে ।
আমার- ভাইয়ের রক্তে লাল হলো ঐ
কৃষ্ণচূড়ার ডাঁটা ।।