তোমার নামে খুলছে হিসাব লেখছে প্রতিদিন 
হিসাব তোমার দিতেই হবে পাইবানা জামিন ।। 
খাচার পাখি উড়াল দিবে যাবেনা ধরা
যত কিছুই বসাও তুমি দিতে পাহাড়া ২
সব হারাইয়া নিঃশ্ব হবে কিছুই থাকবেনা
আমল নামায় পরলে ভাটা রবেনা স্বাধীন ।। 
দুই প্রহরী করছে নথি হিসাব রাখিতে
অন্যের হক মারলে কি বলবা আখিরাতে ২
ছোট একটা মাটির ঘরে থাকবা পড়িয়া
লাভ হবেনা গাড়ী বাড়ী বানাইয়া রঙিন ।। 
গরম জলে গোসল দিয়া করিবে দাফন 
সাদা একটা কাপড় তোমার হবে শেষ বসন ২
শেষ বিদায়ে কাঁদবে সবাই চোখের পানিতে
কবি সহিম বলে মরণের স্বাদ বড়ই কঠিন ।। 
তারিখঃ ১৫/০৩/২০২৩ ইং
