কি হবে আর হাত-পা ছুড়ে
হাটুর উপর মাথা গেড়ে//
নিজের ভুলে মরি পুড়ে
বলবো কি আর কাহারে
কেউ নেবেনা কারোরই দায়
এই জগত সংসারে//
আছে যত চাই যে তত সবাই অভাবী
ভাগের কাঁঠাল খাইবে সবাই 
কেই হবে না ভাগী//
ডানে বায়ে যেদিকে চায়
আমার বেলায় কেউতো নাই/ 
যে ডালেতে ধরি আমি ভাঙ্গে আমারে//
পাগলা ও মন বুঝবি কখন 
কে যে পর কে যে আপন
বেলা শেষে দেখবি যখন 
তুই ছিলি তো শুধুই প্রয়োজন/
সব হারাইয়া ও বাছাধন//
কাঁদবি তখন কোন আঁধারে/
