তোর প্রেমেরই কালাবিষে
জীবন আমার এক নিমিষে 
হয় যে কালা নীল
কলিজাটা পুইড়া যাইরে
কালা কষ্ট আমায় খাইরে
পাষাণী তুই বিছাইলি না 
তোর মনের আঁচিল
জীবন আমার হইলো কালা নীল।
বুঝলি না তুই পোড়া মুখী
করলি আমায় জনম দুখী
আমার গাঙ্গে ভরা চান্দে
ভাটির টানে মন কান্দে
তোর গাঙ্গেতে সুখেরই ঢেউ
করে যে ঝিলিমল
জীবন আমার হইলো কালা নীল।
জীবন আমার পদ্ম পাতায় 
লিখে গেলি কষ্টের খাতায়
তুই যে কারিগর
জ্বালাইলি রে পুড়াইলি  
মায়ায় বেঁধে কাঁদাইলি
ধইরা জীবন ভর
তবু বন্ধু কাঁপলো না তোর ওই দিল
আমি কার সনে আর করবো  কি আপিল
জীবন আমার হইলো কালা নীল।
