আমার ছোট্ট সোনা পাখি 
তোকে হৃদয় চিরে ডাকি 
মন গভীরে তোর ছবিরে 
কোন পরশে আকি 
তুই দেখনা দিয়ে উঁকি। 
তোর বিহনে মন গহিনে 
অনেক কষ্ট জমা
কি দিবো এ কষ্টেরই নাম পাইনা উপমা
আমি পাইনা উপমা
তাই মুখ লুকিয়ে রাখি, 
এ হৃদয় ছুয়ে দেখি ।
কোন সমাধির স্বপ্ন দেখি
আশার আলোয় ঝরছে মেকি
তোর আকুতির ঐ যে আঁখি
আমি কেমনে দিবো ফাঁকি?
