হাঁটিম মাটিম টিম
তাদের মুণ্ড ছিল তিন
তারা না পশু না গাছ
তারা না পাখি না মাছ
তারা আনলো ভূতের জীন
তারা হাঁটিম মাটিম টিম।
তাদের লম্বা লম্বা ঠ্যাং
তারা ধরে খায় ধরে মাছ- ব্যাঙ
তাদের এত্তো বড়ো ঠোঁট
তারা চালায় নদীতে বোট
তাদের শন্দ দিরিম দ্রিম
তারা হাঁটিম মাটিম টিম।
তাদের ইয়া বড়ো পাখা
তারা আকাশকে দেয় ঢাকা
তারা ধীরগতির জীব
তারা মেঘে জ্বালায় দ্বীপ
তারা আকাশে পাড়ে ডিম
তারা হাঁটিম মাটিম টিম।
তারা তিড়িং তিড়িং লাফায়
তারা পৃথিবীটাকে কাঁপায়
তারা থাকে মাটির তলে
তারা পাহাড় ডেকে বলে
'দে না মোবাইলের সিম'
তারা হাঁটিম মাটিম টিম।