যতো দূরে থাকো প্রিয়
ভালোবাসা জানিও
কিছুই চাই না বন্ধু ওগো
শুধু মনটা আনিও।।
ভালোবাসা মিছে আশা
সবাই ক্যান কয় গো
যদি তোমায় আমি হারাই
মনে শুধু ভয় গো।
ভেঙো না বুক দিও না দুখ
কাছে আমায় টানিও।।
পেলে তোমায় স্বর্গ পাবো
তাই আমি ভাবি গো
তুমি আমার আশার আলো
সুখের চাবি গো।
থেকো না আর মান করিয়া
আমি তোমার মানিও।।