আজকে তোরে ভালোবাসি
সারাজীবন বাসবো না
মন না দিলে বন্ধু রে তুই
তোর লাগিয়া কাঁদবো না।।
বেঈমান হলে আমিও হবো
ডাকবো না আর পিছু
বুকটা ফেটে গেলেও তোরে
বলবো না আর কিছু।
স্বার্থটারে করলে বড়ো
ভালো আর বাসবো না।।
মায়া তোরে অনেক করছি
আর তো বন্ধু করবো না
আমার - এক দফা এক দাবী
মন না পেলে সরবো না।
ভালো যদি না-ই বাসিস
দানা পানি ধরবো না।।
স্বপ্ন কেনো দেখালি তুই
কান্দালি আমারে
মনটা ভেঙ্গে গেলি কেনো
অন্যেরও বাসরে।
দাবী যদি না হয় পূরণ
জীবনটা ত্যাগ করবো না।।