তোমায় ছাড়া হয় না লেখা
বিচ্ছেদী গীতি
বিরহী মন যায় খুঁজে যায়
বিরহ প্রেম প্রীতি।।


গুনগুনিয়ে গান শুনাইতো
আমার প্রাণের ভ্রমোরা
কানপাতিয়া রইতাম কতোই
যাও গো শুনে তোমরা।
ফুড়ুৎ ফুড়ুৎ আইতো যাইতো
কেবলি সব আজ স্মৃতি।।


উইড়া আইসা জুইড়া বইতো
বুকেরই মধ্যিখানে
আমি তখন হইতাম পাগল
কি ছিলো গো তার মানে।
হৃদয় খাতায় নামটি রবে
লিখবো না গো ইতি।।