কাছে এসে যখন তুমি
আমায় ছুঁয়ে দাও
মনটা তখন পাল উড়িয়ে
ভাসায় স্বপ্নের নাও।।
দুষ্টুমিতে যায় যে কেটে
মধুর পরশ মেখে
লজ্জাবতী চাঁদটা তখন
হাসে আমায় দেখে।
আমি আছি তোমার
তুমি আমার হয়ে যাও।।
নদীর বুকে চাঁদ হাসে
দেয় যে মিষ্টি আলো
ভেতর থেকে বলছি তোমায়
বাসি অনেক ভালো।
আমি আছি তোমার
তুমি আমার হয়ে যাও।।