সংসার হলো মোহ মায়া
এই জগতের মাঝে
ভূমিতলে সুফল বয়ে
আসে না তো কাজে।।
খেলাঘর তার নাম দিয়েছে
চলছে খেলা কতোই
যার যেমনটা ইচ্ছে তেমন
খেলছে পারে যতোই
মিছে মায়ার এই সংসারে
ডুব দিও না সাঁঝে।।
কতো খেলাই খেলছে বিধি
পুতুল নাচের খেলা
দেখতে দেখতে যায় যে আমার
সকাল সন্ধ্যাবেলা
একেক রকম নাচে পুতুল
একেক রকম সাজে।।
ঘর দিয়েছো বর দিয়েছো
দিলা না ক্যান মন
মানুষ গুলো না বুঝিয়া
চায় যে শুধু ধন
রুনা বলে সংসার ভুলে
থাকো বিধির মাঝে।।