তুমি-কই গেলা গো পরাণ পাখি
আমারে কান্দাইয়া
পাগল বেশে ঘুরি আমি
তোমারে হারাইয়া।।


পাহাড় থাকে হেলান দিয়া
আকাশেরই গায়ে
তেমন করেই ছিলাম আমি
তোমারে জড়ায়ে।
আইলা না আইলা না তুমি
কই গেলা ফালাইয়া।।


পোড়া অন্তর পুড়ছে কেমন
দেখো না আসিয়া
কার আকাশে উড়ছো তুমি
পাই না গো ডাকিয়া।
বাউল রুনা কান্দে কেবল
তোমারে হারাইয়া।।