পোড়া ক্ষতে মলম দিও
দিও না আর জ্বালা
মন  পোড়াইয়া ছাই করিলে
কী লাভ বলো, কালা।।


জীবন-যৌবন সব সঁপিলাম
দিলাম সকল চাওয়া
হিসেব কইষা হয়নি দেখা
হইলো কত পাওয়া।
প্রেম-করাতে কাইটা এ-মন
করলে ফালা-ফালা।


এক জীবনে কতোই চাওয়া
লাগবে বলো কতো
হয় কি পূরণ সকল আশা
মনে আছো যতো।
ভালোবাসা ধইরা রাখতে
মন কইরো না কালা।।