রুনা লায়লা
পাখি যদি হইতাম আমি
(তুমি)বললে হঠাৎ আর লিখো না
বিরহেরই গান
মনটা আমার আনচান করে
কান্দে গো পরাণ।।
পাখি যদি হইতাম আমি
আসিতাম উড়িয়া
ভালোবাসা বুকের ভেতর
রাখছি গো মুড়িয়া।
পুরান কথা নতুন করে
আর বলো না জান।।
আবার যদি হইতো দেখা
আনিতাম তুলিয়া
দেখতাম তখন কেমন করে
যাও আমায় ভুলিয়া।
আর কতো দিন রইবে দূরে
ভাঙো গো অভিমান।।
রুনা বলে যাও ভুলিয়া
রাইখো না আর মনে
মরার আগে আর হবে না
দেখা তোমার সনে।
শুদ্ধ প্রেমের হয় না মিলন
থাকুক যতোই টান।।