নীলচে রঙের আকাশ যেমন
তেমন আমার মন
মেঘে ঢাকা চারিদিকে
আঁধার সারাক্ষণ।।


কেমন করে হাসি বলো
হৃদয় কেঁদে যায়
থেকে  থেকে আকাশেরই
রঙটা যে বদলায় !
ভাল্লাগে না কোনোকিছু
ডাকে যে মরণ।।


অন্তর পোড়ে তার বিরহে
বুঝে না সে কথা
ক্ষণে ক্ষণে জ্বালায় পোড়ায়
দেয় যে মনে ব্যথা।
মন যমুনার ঘাটে এসে
উদাসী হয় মন।।