নিজে ভালো জগৎ ভালো
জানে সকলে
তবু কেনো খারাপগুলো
অন্যের দখলে।।


নিজের বিচার নিজে করো
নিজেই শাস্তি দাও
সকাল বিকাল অন্যের ক্ষতি
কেনো তুমি চাও।
আসছো একা যাইবা একা
থাকতে কেনো চাও দলে।।


হুকুমদাতা আছে একজন
মহান আল্লাহ যিনি
বিচার সালিশ যা-ই করার
করবেন ঠিকই তিনি।
মিছে কেনো বাড়াবাড়ি
রুনা লায়লা যাই বলে।।