নাম ধরে আর ডেকো না গো
শরম শরম লাগে
বঁধু করে ঘরে তোলো
স্বপ্ন ভীষণ জাগে।।


ক্যান ডেকে যাও এমন করে
তোমার বাঁশিরও সুরে
একলা ঘরে মন বসে না
কেমনে থাকি দূরে।
ভালোবাসে কাছে থাকো
মধুর অনুরাগে।।


মেঘ রঙা নাও সাজাও তুমি
ভালোবাসা দিয়া
চাঁদ কপালে হবো আমি
বন্ধু তোমায় নিয়া।
লাল শাড়িতে ঘোমটা দিতে
ইচ্ছে বড় জাগে।।