আমি একটা মস্ত বোকা
প্রেম করেছি তাই ভুলে
তার বিরহে কাটে না দিন
বিধি আমায় নাও তুলে।।
প্রেমের জ্বালা ভীষণ জ্বালা
অন্তর পুড়ে হয় রে ছাই
কে দেবে গো সান্ত্বনাটা
এমন কেহ নাই রে নাই
না বুঝিয়া করলে পিরিত
দাগ লেগে যায় সব কূলে।।
বুঝে না মন প্রেমিক যারা
নীরবে যায় প্রেম করে
কেমন করে বুঝাই তাদের
কাছের প্রেম ঠেলে দূরে
ছলে বলে মনটা নিয়ে
কয় না কথা প্রাণ খুলে।।
কভু কাঁদি কভু হাসি
কভু করি পাগলামি
কভু আবার ভদ্র সেজে
করে বসি ভণ্ডামি
রুনা বলে প্রেম করো না
সহজ করে যাই বলে।।