হাত ধরো না বন্ধু আমার
লাগে বড় ডর
দমকা হাওয়ায় ভাঙে যদি
ভালোবাসার ঘর।।
মনের মাঝি হয়ে থাকো
উজানে যাও বাইয়া
ভালোবাসি ভালোবাসি
ওগো প্রেমের নাইয়া।
এমন করে বলো না আর
আসে প্রেমের জ্বর।।
তোমার কাছে রইলো দাবি
খুলো মনের দ্বার
বনের পাখি থাকো মনে
চাই না কিছু আর।
মন ভেঙো না পর হয়ো না
বুক করে ধর-ফর।।