(আমি) একি দেখি চোখ মেলিয়া
শুভ্র মেঘের ভেলায়
শরৎ এলেই মেঘগুলো সব
মাতে যে প্রেম খেলায়।।
তেমন করেই মুনসুর সানি
আকাশ পানে উড়ে
মন পবনের নাও উড়িয়ে
দেখলাম ঘুরে ঘুরে।
সখি তোরা যা রে দেখে
মন মেতেছে এই বেলায়।।
ইশারাতে যাও ডেকে যাও
বাজাও শ্যামের বাঁশি
রাঁধে হয়ে কে গো ডাকে
দিতে প্রেমের ফাঁসি।
চুপিচুপি বৃন্দাবনে
আছি অবহেলায়।।
রুনা বলে শোনো প্রিয়ে
কইরো না পিরিতি
মনটা দিয়া নিঃস্ব হওয়া
এই পৃথিবীর রীতি।
দিও না দিও না দাগা
মনবাড়ির এই জেলায়।।