মন হারাইয়া কাইন্দো না গো
ভিন গেরামের পোলা
ভালোবেসে মইরো না গো
হোক যতোই দিল খোলা।।
ঘুইরো না আর পিছু আমার
দূর পানে যাও উইড়া
মনটা নিয়ে কইরো না ছল
কি লাভ বলো ঘুইড়া!
গাও গেরামের মাইয়া আমি
তাই তো আলাভোলা।।
কদম তলায় বাজাইও না
তোমার বিষের বাঁশি
করো যদি ছল চাতুরী
গলায় দেবো ফাঁসি।
ভালোবাসার ফুল ফুটাইয়া
কইরো না জল ঘোলা।।