মন থাকে কই?
বলনা ওরে সই!
পরাণ কাঁধে যার লাগিয়া
তারে পাবো কই।।


সে যে থাকে দূরে দূরে
ডাকি করুণ সুরে
মন বসে না কাজে আমার
দুঃখ রাখি মুড়ে।
ভালোবেসে ভুলে যাবো
আমি তেমন নই।।


আমার মনটা থাকে পরে
উদাস উদাস করে,
বলনা সখি তারে
ভালোবাসি যারে
তারে ছাড়া একলা ঘরে
কেমন করে রই।।