যতন কইরা রাখলি যারে বুকেরই ভিতর
হঠাৎ কইরা যাইবি চইলা হইবি রে নিথর।।


নামী- দামী গাড়ি বাড়ি শূন্য পরে রইবে
চারিদিকে হাহাকারে দুঃখ কতোই  বইবে।
আশার বাসা ভাইঙ্গা যাইবে কাঁদিবে অন্তর।।


যেতে হবে সব ফেলিয়া প্রস্তুত আছোনি
যাওয়ার সময় যখন তখন  সঙ্গে নিবি কী।
মাটির দেহ পোকায় খাইবে খাটবে না মন্তর।।