তুমি ছাড়িলা না আমার পিছু
কইলজা ছিঁইড়া খাইলা
অন্তর পুইড়া ছাই করিলা
নাগাল  কি আর পাইলা।।


কথা কও না দেখাও দাও না
থাকো পাতালপুরে
পিরিতেরই গান শুনাইলে
ডাকো মাতাল সুরে।
লাজ শরমের মাথা খাইয়া
মনটা আমার চাইলা।।


ফাঁকা বুলি আওড়াও তুমি
দাও কেবলি ব্যথা
ষষ্ঠী মাসও চইলা গেলো
রাখলা না তো কথা।
ভালোবাসার কথা কইয়া
মুখ কেন ফিরাইলা।।