আমার সোনার ময়না পাখি
কোথায় আছিস বল
আদর করে বুকে নেবো
মুছে দেবো জল।।
আয় রে খুকি ডাকছি মায়ে
দু'হাত বাড়িয়ে
আঁচল পেতে সোহাগ ভরে
আছি দাঁড়িয়ে।
বল না রে তুই চাস কি সোনা
মায়ের সাথে চল।।
সেই যে গেলি ছোট্ট বেলা
মায়ের কোলটা ছেড়ে
নিয়তি যে হারালো রে
নিলো তোরে কেড়ে।
ভাবতে গেলে তোরই কথা
চোখ যে করে ছলছল।।
একা একা থাকি যখন
মনটা পোড়ে যায়
কোথায গেলে পাবো তোরে
বল না রে আমায়।
আয় ফিরে আয় মায়ের কাছে
হাসবি রে খলখল।।