ক্ষমা করো হে দয়ালু
আমি গুনাহগার
হাত তুলেছি দরবারে তোমার
বিচার করো না আমার
হে পরওয়ার দিগার।।
পাপ করেছি কতোই আমি
জানো ওগো অন্তর্যামী
তুমি ছাড়া নেই কেহ আর
পুলসিরাতে পার করিবার
হে পরওয়ার দিগার
বিচার করো না আমার।।
দিনের পর দিন পার করেছি
বেহিসেবী চলছি কতো
অর্থ সম্পদ দিলা যতো
হিসাব করিনি যে তাঁর
হে পরওয়ার দিগার
বিচার করো না আমার।।