আমার মতো জ্বলবি রে তুই
যেই দিন ভবে রইবো না
আদর কইরা ডাকবি কতোই
সেই দিন কথা কইবো না।।


কেমন করে মারলি ছুরি
মনটা কাইড়া নিয়া
প্রেম যমুনায় ভাসায় তরী
গেলি ছাইড়া দিয়া।
বেঈমান হইলে হতেই পারিস
রুনা বেঈমান হইবো না।।


পাষাণ রে তুই সুখেই থাকিস
আইবো না আর ফিরে
ভালোবাসা ছিলো যতো
তোর হৃদয়টা ঘিরে।
হোস যদি তুই অন্য কারো
রুনা লায়লা সইবো না।।