আমার মতো কে তোমারে
এতো ভালো বেসেছে
ভালোবেসে এতো বেশি
কে বলো গো কেঁদেছে।।


প্রেম যদি হয় মনের জোড়া
ভাঙলে তবে কেমনে
জায়গা দিলাম আপন ভেবে
দাগা দিলে সে মনে।
কেমন তোমার ভালোবাসা
দেখে মনটা হেসেছে।।


যুগে যুগে কতোজনই
এমন প্রেমে পড়েছে
মন হারাইয়া নিঃস্ব হয়ে
ধুঁকে ধুঁকে মরেছে।
নেই কিছু নেই মনের ঘরে
সে যে তালা মেরেছে।।


সখিরা সব কইতো কতোই
প্রেমের নদী মাড়াস না
ভালোবাসা সর্বনাশা
ঐ পথে পা বাড়াস না।
জানি না সে কেমন করে
মনটা আমার কেড়েছে।।