আমি জিন্দা লাশের গাড়ি বাহনকারী তারি
লোকে আমায় মানুষ বলে হাওয়ার একখান গাড়ি।।
কোথা হতে এলেম আমি কোথায় যাবো চলে
কার সাথে যে পিরিত আমার চলি কারি বলে।
এসব কথার খোঁজ মেলে না খুঁজি তারি বাড়ি।।
দিনে রাতে চব্বিশ ঘণ্টা হরদম চলে গাড়ি
আহা... হরদম চলে গাড়ি
লাইভ গ্যারান্টি নেই যে গাড়ির থামতে হঠাৎ পারে
মিস্ত্রি পাইবা না তুমি রে মালিক যদি না সাড়ে
একটু হাওয়া কম হইলেই চলে না আর নাড়ি ।।
যতন করে রাখলেও তারে সে পোষ মানে না
হাজার প্রশ্ন করলেও তারে উত্তর মেলে না
লাইসেন্স দিলো কে যে তারে চালায় কে এই গাড়ি।।