যা দিয়াছো বন্ধু আমায়
দুই চোখ হইলো নদী
অতো ভালোবাসা আমি
রাখতাম বুকে যদি।।


(তোমার)ভালোবাসায় ধন্য হইলাম
লুকাই বলো কই?
বেদনারা বুকের মইধ্যে
করে যে হইচই।
সইতে আমি পারি না গো
কাঁদায় স্মৃতির গদি।।


পারিলাম না হইতে আমি
পাষাণ বন্ধুর মতো
বুকে দিলো ব্যথার সাগর
বইবো বলো কতো।
অজ্ঞ বোকা ক্ষুদ্র আমি
চাই না হতে বোধি।।


দাও কমিয়ে বিধি তুমি  
জীবন নদীর ভার
প্রেম হারাইয়া নিঃস্ব হইলাম
হইলাম গো ছারখার।
বিধি আমার ভিড়াও তরী
নাই যে নৌকার ছদি।।