যেই পাখিটার জন্য আমি
কাঁন্দি করুণ সুরে
সেই পাখিটাই ইচ্ছা কইরা
থাকে দূরে দূরে।।


বলেছিলো ভালোবাসি
ভালো সে আর বাসলো কই?
আজও আমি একলা আছি
দিন-রজনী শোন রে সই
সে ছাড়া যে মরুভূমি
কলিজাটা যায় পুড়ে।।


আমার চোখের অবুঝ ভাষা
কেমন করে ভুললো হায়
সে ছাড়া যে এই জীবনে
আমার কিছু  আর তো নাই
অবুঝ পাখি বুঝে না তো
আছে অন্তর জুড়ে।।