তুমি আইডি খুলছো তোমার নামে
ছবি দিলা কার
মনটা বড় হয় গো আকুল
ইচ্ছে হয় জানার।।


স্ট্যাটাস দিলা দুঃখে ভরা
ছবিটা বেশ স্মার্ট
ছবি দেখে হয় গো মনে
চিত্রশিল্পীর আর্ট।
হাসি-খুশির মাঝে কেনো
মুখটা তোমার ভার।।


কভার ফটোর ভাবে আমি
হইলাম দিশেহারা
কার প্রেমেতে হাবুডুবু
কোন আকাশের তারা
কার প্রেমেতে ডুব দিয়েছো
বৃষ্টি না বর্ষার।।