এই হৃদয়ের আইডি পাসওয়ার্ড
সবি তোমায় দিয়েছি
বিনিময়ে ব্লক মেরেছো
লাইক করে নিয়েছি।।
সময় সময় শেয়ার করো
পুরান যতো মেমোরি
নিউজ ফিডে পোস্ট করো না
মনের কথা তোমারি।
রিলটা বানাও নাইনটি সেকেন্ড
ফলোয়ার সব চিনেছি।।
স্টোরি যখন ইমোশনাল
তাতে আমি থাকি না
টাইমলাইনেতে করবে কমেন্ট
স্বপ্ন এখন আঁকি না।
ড্যাশবোর্ডটা লালচে রঙের
লাইভে এসে দেখেছি।।