অশ্রুজলে ভিজলো জমিন ভিজলি না রে তুই
ভালোবাসি বলেই তোরে হৃদয় দিয়ে ছুঁই।।
ভালোবেসে বলেছিণি আমি ঝর্ণার জল
কেমন করে করিস রে তুই আমার সাথে ছল।
রুক্ষ জীবন করলি সতেজ একে একে দুই।।
কতোই নামে ডাকতি প্রিয় মনে কি তোর পড়ে
বায়না যতো ছুঁড়ে দিলি ধূ-ধূ বালুচরে।
সুখের আশায় স্বপ্নগুলো দুঃখের মাঝেই রোই।।
আঙুলেতে আঙুল রাখার স্বপ্ন হলো মিছে
একবার যদি বলতি পাষাণ ভুলটা ছিলো কিসে
পৃথিবীতে স্বার্থ ছাড়া মানুষ পেলাম কই।।