সুখের লাগি ছুটলাম কতো
হাজার বর্গ মাইল
সুখ আমারে দেয়নি সাড়া
সই করেনি ফাইল।।


কষ্টের ঘরে বসত আমার
শুধুই আমি একা
কষ্ট আমায় ভালোবাসে
সুখেরই নাই দেখা।
একই কথা শোনায় রোজি
আইজ হবে না কাইল।।


বুক ভাঙিলে লয় না জোড়া
মন ভাঙিলেও তাই
মনের মানুষ থাকলেও মনে
হাত বাড়ালে নাই।
ইচ্ছা কইরা সুখের পিছে
ছুটাই বড় বাইল।