লিখবো না আর গান কবিতা,
প্রেম বিরহের গীতি
তাই তো আজি নিলাম বিদায়
লিখে দিলাম ইতি।।
ভালো তারে বেসেছিলাম
মনের গহীন থেকে
রঙধনুরই আলপনাতে
দুঃখ দিলো এঁকে।
ভুল করেছি মনটা দিয়ে
শিখলাম না প্রেমরীতি।।
আবার যদি আসি ফিরে
এই না পৃথিবীতে
ভেবো নাকো এলামবুঝি
ভালোবাসা নিতে।
তুমি ছাড়া রবো একা
বাঁচবো নিয়ে স্মৃতি।।
শোনো ওরে রসিক মনা
মন দিও মন বুঝে
দুঃখের নদী বাইতে গেলেও
তোমায় যেনো খোঁজে।
ভালোবেসে পাশে থেকো
সুখে-দুঃখে নিতি।।