পেলাম তোমায় কাছে আজই
অনেক দিনের পর
ভালোবাসার ফুল কলিতে
ভরিলে অন্তর।।
কতো দিনই গেছে কেটে
তোমার আশায় থেকে
বিরহেরই মালা পরে
সুখের স্বপন দেখে
সাঁঝের বেলায় ডাকছো এমন
মন বসে না ঘর।।
মেঘলা আকাশ ডেকে বলে
ঘরে ফিরে যাও
কাশবনেরই মায়ায় পরে
কী সুখ বলো পাও
ফিরবো না আর ঘরে আজই
আসুক যতোই ঝড়।।
যাবার বেলায় রেখে যেও
প্রেমের কিছু স্মৃতি
থাক না বাকি একটি প্রহর
জীবনেরই ইতি
ইচ্ছে করে বাঁচতে আবার
মেঘ দেখায় যে ডর ।।