খোকাখুকু কই গেলি রে
দল বাঁধিয়া আয়
তোরা দল বাঁধিয়া আয়
পুব আকাশে ঈদেরই চাঁদ
মেঘেরই ভেলায় ।।
খালি পায়েই আয় রে তোরা
দেরি করিস না
তোরা - দেরি করিস না
মেহেদী রং আলতা স্নো
আজই পরিস না।
খুশিরই ঢেউ জাগছে প্রাণে
পাখিরা সব মাতছে গানে
তাল গাছেরই বায়।।
নতুন জামা পরে যাবো
গাঁয়েরই মেলায়
যাবো- গাঁয়েরই মেলায়
কিনবো বাঁশি মুড়িমুড়কি
উঠবো যে চরকায়।
ফিরনি সেমাই পায়েস খাবো
বল না কে কি চায়।।