দূরে গেলে কান্দে আমার মন
প্রাণো প্রিয়ো রে
দূরে গেলে কান্দে আমার মন।।
তোমায়/ কাছে পেলে দূরে ঠেলি
দূরে গেলে পোড়ে মন
প্রেমানলে জ্বালায় পোড়ায়
আসে যে মরণ।
বলতে পারি না রে প্রিয়ো
মনেরই বেদন
কোথায় গেলে পাবো তারে
কাঁদায় গো যেজন।
তুমি /যেথায় থাকো যেমন থাকো
জানাইও খবর
আকাশ পাতাল তোলপাড় করি
যায় না বাদ শহর।
প্রাণো প্রিয়ো রে
দূরে গেলে কান্দে আমার মন।।